স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দীর্ঘ ৯ মাস পর স্বাভাবিক নিয়মে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে কমিটির সদস্যদের স্বশরীরে উপস্থিত হয়ে সর্বশেষ সভা হয় গত মার্চ মাসে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে পুনরায় আগের মতো অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আমরা দীর্ঘদিন এভাবে সভা করতে পারিনি। সর্বশেষ সভা হয় মার্চ মাসে। তারপর কয়েকমাস সভা না হলেও, পরে ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে কাজে লাগিয়ে আইন শৃঙ্খলা কমিটিসহ সকল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা থেমে ছিলাম না। প্রত্যেকটি কাজই অনলাইনের মাধ্যমে হয়েছে। সরকারি কেনো কাজ বন্ধ ছিলোনা। তবে ধীরে ধীরে করোনাভাইরাসের প্রভাব কমে আসছে। চুয়াডাঙ্গাতে এখন সংক্রমণের সংখ্যা অনেক কম। মাঝে মধ্যে ফলাফলে নেগেটিভও আসছে। আমরা আরো বেশি সচেতন হলে, করোনাভাইরাস সামনে শীতেও মোকাবিলা করা সম্ভব। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন হাট-বাজার নিয়ে তিনি বলেন, রাস্তার ওপর কোনো বাজার বসবে না। প্রয়োজনে বাজার থাকবে না, তবুও রাস্তায় বাজার বসবে না। গরু কিংবা যাইহোক কোনো হাটই রাস্তায় বসবে না। গরুর বাজারে নাকি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকে। সেটা করা যাবে না। যারা গাড়িগুলো চালায়, তারা খুব একটা স্বচ্ছল নয়। তাই প্রথমবার নিষেধ করা হচ্ছে, এখন থেকেই এসব অভ্যাস বাদ দিতে হবে। মাদক নিয়ে তিনি বলেন, আমাদের জেলায় মাদকের প্রভাব দিনদিন বেড়েই চলেছে। মাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযান চালানো হলেও একটি মহল চুয়াডাঙ্গাকে মাদকের রাজ্য বানানো চেষ্টা করছে। মাদকের ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা।
সভার শুরতে গত সভার কার্যবিরণী পাঠ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। সভায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, আলমডাঙ্গার পৌর মেয়র হাসান কাদির গণু, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহি কর্মকর্তা লিটন আলী, জীবননগর উপজেলা নির্বাহি কর্মকর্তা এস এম মুনিম লিংকন, দামুড়হুদা উপজেলা নির্বাহি কর্মকর্তা দিলারা রহমান, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, এনএসআই এর উপ-পরিচালক জামিল সিদ্দিক, জেলা জজ আদালতের পিপি বেলাল হোসেন, ডা. আউলিয়ার রহমান, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিয়তউল্লাহসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *