আদালত প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা গতকাল মঙ্গলবার বেলা বারটায় সমিতির নতুন ভবনের নিচ তলায় অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি এ্যাড. মোল্লা আব্দুর রশিদ সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। কোরআন তেলোয়াত করেন সমিতির সহ-সভাপতি এ্যাড. মামুন আকতার। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবুল বাশার, একই সাথে তিনি সাধারণ সভায় ২০২০ সালের বাজেট পেশ করা হয় এবং তা অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে অনুমোদন করা হয়। এছাড়া ২০১৯ সালের অডিট রিপোর্ট আলোচনা সাপেক্ষে অনুমোদন করেন বারের সদস্যগণ। তবে সভায় উপস্থাপিত সংশোধিত সংবিধান আলোচনা শেষে অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে পরবর্তী সাধারণ সভায় আলোচনা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় সাধন করা ও কতিপয় ছোট খাটো সমস্যা নিরসনের বিষয়ে বিভিন্ন আইনজীবী সদস্যরা সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। সভায় ওকালতনামার দাম কিছুটা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেট অধিবেশনে এ্যাড. ফজলে রাব্বী এ্যাড. শাহজাহান মুকুল, এ্যাড. হেদায়েত হোসেন আসলাম এ্যাড. আলমগীর হোসেন, এ্যাড. সেলিম উদ্দীন খান, এ্যাডঃ মুহাঃ শামসুজ্জোহা, সিনিয়র এ্যাড. মোসলেম উদ্দীনসহ অনেক বক্তা তাদের সুচিন্তিত বক্তব্য প্রদান করেন। অধিকাংশ বক্তারা বারের সংবিধান সংশোধন করার ব্যাপারে নতুন মতামত ব্যাপ্ত করেন। শেষে সমিতির সভাপতি এ্যাড. মোল্লা আব্দুর রশিদ তার বক্তব্যে সমিতির সকল সদস্যের সার্বিক সহযোগীতা কামনা করা সহ আইনজীবী সমিতিকে আরো গতিশিল করার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম করার কথা বলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার ।