স্টাফ রিপোর্ট : চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের তরুণদের উদ্যোগে দেওয়া অক্সিজেন সিলিন্ডারে উপকৃত হচ্ছেন চুয়াডাঙ্গার বহু করোনা আক্রান্ত রোগী। শ্বাসকষ্ট হলে হেল্প নাম্বারে কল দিলে পৌছে যাচ্ছে বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার। বিনামূল্যে অক্সিজেন দেওয়ায় করোনা আক্রান্ত রোগী, রোগীর পরিবার এবং সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন যুবলীগের তরুণরা। সর্বমহল এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।
জানাগেছে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও চুয়াডাঙ্গা  জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুর সার্বিক সহযোগীতায় যুবলীগের একদল তরুণ চুয়াডাঙ্গায় এ মহৎ কাজ করছেন। ইতোমধ্যে গতকাল সোমবার তিন জনকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। তিন জন এর মধ্যে করোনা আক্রান্ত দামুরহুদা উপজেলার জয়রামপুর,চুয়াডাঙ্গা পৌরসভার  কেদারগন্জ নদিরধার এলাকা ও  সবুজ পাড়ায় তিন টি বিনামূল্যে অক্সিজেন সরবারহ করা হয়। হেল্প নাম্বারে কল দেওয়ার সাথে সাথে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুর নেতৃত্বে যুবলীগের একদল কর্মী করোনা রোগীর বাড়িতে বাড়িতে এ অক্সিজেন সিলিন্ডার পৌছে দিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইকরামুল হক, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান বুলবুল, জেলা যুবলীগের নেতা জাহিদ হোসেন, আব্দুল হান্নান, আব্দুল মান্নান,আনসারুল্লাহ সাবেক সদস্য জেলা যুবলীগ, সামাদ সদস্য জেলা সেচ্ছাসেবকলীগ, খাইরুল সদস্য জেলা সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ নেতা উজ্জ্বল, খোকন,ইমরোজ, খালেক সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *