আলমডাঙ্গা অফিসঃআলমডাঙ্গার উদয়পুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সম্প্রসারণের লক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪   বিদ্যালয় প্রাঙ্গণে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বিদ্যালয়ের পাশে থাকা প্রায় দু’বিঘা জমি কিনে নিয়ে এ মাঠটি সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় কাঠাভাঙ্গা এ উদয়পুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা জমি ক্রয়ের ব্যাপারে সহযোগিতা করার ঘোষনা দেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক হেদায়েত উল্লাহ।তিনি বলেন,আমি এই গ্রামের সন্তান,কর্মক্ষেত্রে হয়ত বাইরে থাকতে হয়,কিন্ত নাড়ীর টান তো মুছে ফেলা যায় না,উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই গ্রামের স্বনাম ধন্য অনেকেই লেখাপড়া করেছে,তখনও খেলার মাঠ না থাকায় ছেলে,মেয়েরা সমস্যায় পড়েছে,এখনও সেই অবস্থা বিরাজ করছে।আমাদের ছেলে এ্যাডঃ মখলেছ আজ যে উদ্যোগ গ্রহন করেছে আমরা সেই উদ্যোগের সাথে, একমত,দুই বিঘা জমি ক্রয় করতে হবে,চুয়াডাঙ্গা-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার আমাদের স্কুলের জন্য কিছু দিতে চেয়েছেন,উনি কথা দিলে কথা রাখেন,তারপরও আমাদের গ্রামের যে সমস্ত কৃতি সন্তান আছে তাদেরকে সংগঠিত করে জমি ক্রয়ের ব্যাবস্থা করতে হবে।সভায় সভাপতিত্বে করেন আকছেদ আলী মাষ্টার।এ্যা্ডভোকেট মোখলছুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন আক্তার হোসেন,মজিবর রহমান, আমজাদ হোসেন,ইসমাইল হোসেন,মুনছুর আলী,ফরিদ মেম্বার,সিরাজুল মেম্বার,আব্দুল খালেক,আক্তারুজ্জান,সামসুল দয়াল,সেলিম হোসেন,আব্দুর রশিদ,সেন্টু মিয়া,রেজাউল হক।সভায় স্কুলের মাঠের পাশে পানবরজের দুই বিঘা ক্রয় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *