নাগদাহ প্রতিনিধি:গতকাল শনিবার সকাল ১০ ঘটীকার সময় ১৫ নং আইলহাস ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ পুলিশ ঘোলদাড়ী পুলিশ ক্যাম্প কতৃক আয়োজিত ক্যাম্প ইনচার্জ এস আই আব্দুল গাফফার’র সভাপতিত্বে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশং সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইলহাস ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড.আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে তিনি তার দীর্ঘ বক্তব্যে নারী ধর্ষণ ও নির্যাতণ প্রতিরোধে বাংলাদেশ পুলিশের ভুমিকার ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন সমাজ থেকে ধর্ষণ ও নিযাতন সহ মাদকের মতো জঘন্যতম অপরাধ চিরতরে দুর করতে হলে পুলিশের ভুমিকার পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।   তাছাড়াও প্রতিটি অভিভাবককে তাদের সন্তানের প্রতি কড়া নজর রাখতে হবে। বিশেষ করে সন্ধ্যার পরে জরুরি প্রয়োজন ছাড়া কোনো ভাবেই বাড়ির বাহিরে যেতে দেওয়া যাবে না। তিনি তার বক্তব্যে নারী ধষন ও নারী নিযাতন  জন্য স্মার্ট ফোনের অবাধ ব্যবহারকে দায়ী করে বলেন অপ্রাপ্ত ছেলে মেয়েদের হাতে স্মার্ট ফোন দেওয়া যাবে না। তিনি বলেন আমার মা-বোনেরা যখন ঘরের বাহিরে যাবেন তখন মাজিত পোশাক পরিধান করবেন। আপনারা মনে রাখবেন ধষকদের কোন দল নেই কোনো নীতি নেই কোনো আদশ নেই কোনো ধম’ নেই। তাদের কে সামাজিক ভাবে হেয় প্রতি পন্ন করতে হবে এবং ঘৃণা করতে হবে। তাদের প্রতিরোধ করতে হবে। তিনি বলেন জনগণ যদি সহযোগিতা করে তাহলে আমি আমার ইউনিয়ন কে নারী ধষন ও নিযাতন মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হামিদ, ঝিনাইদহ ক্যাডট কলেজের সাবেক প্রফেসর সাহাবুল ইসলাম, ঘোলদাড়ী বাজার কমিটির সেক্রেটারি রাকিবুল হাসান নান্না, ১নং ওয়াড আওয়ামীলীগের সেক্রেটারি সাজিদ আকরাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি    বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ওয়াজ কুরুনি, ফরিদা মেম্বার সহ এলাকার সাধারন মানুষ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ঘোলদাড়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আব্দুল গাফফার। তিনি বলেন শুধু নারী ধষন ও নারী নিযাতন নয় সমাজের মধ্যে যেকোনো অপরাধ দমন করতে পুলিশ সবসময় জনগনের পাশে থকবে। জনগণের প্রতি পুলিশের সেবা নিশ্চিত করতে তিনি ০১৩২০১৪৮২১৮ এই নাম্বারটি সবাইকে লিখে রাখতে বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইল হাস ইউনিয়ন পরিষদের সকল সদস্য সহ এলাকার সাধারন মানুষ। সাবিক উপস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সমাজ বিঙ্গান বিষয়ের প্রভাষক ঘোলদাড়ী পাইক পাড়ার সন্তান মোঃ হাসিবুল ইসলাম।                                                                

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *