ষ্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় নতুন করে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল বুধবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জনের কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৭ জন, আলমডাঙ্গা উপজেলায় ৩ জন এবং দামুড়হুদা উপজেলায় ৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৭০ জন সুস্থ হয়েছে ২শ’ ৫০ জন মৃত্যুবরণ করেছে ৬ জন।
কুষ্টিয়ার সিভিল সার্জনের কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে জানা গেছে, গতকাল বুধবার চুয়াডাঙ্গার ৪ উপজেলা থেকে মোট ৭৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গতকাল বুধবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মোট ৮৫ জনের নমুনা সংগ্রহের রিপোর্ট আসে। যার মধ্যে ২৪ জন আক্রান্ত। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৭ জনের মধ্যে পৌর এলাকার মহিলা কলেজপাড়ার ১ জন, বেলগাছীর ১ জন, বাজারপাড়ার ১ জন, হাজরাহাটির ১ জন, সদর ফাঁড়ীর ১ জন, গুলশানপাড়ার ১ জন, পুলিশ লাইন্সের ১ জন, হাসপাতাল পাড়ার ১ জন, পলাশপাড়ার ১ জন, বনানীপাড়ার ২ জন, মুক্তিপাড়ার ২ জন, ডাক বাংলোর ১ জন, টিঅ্যান্ডটি পাড়ার ১ জন। আলমডাঙ্গা উপজেলার ৩ জনের মধ্যে পাচালিয়া জামজামির ১ জন, পারকুলা কালিদাসপুরের ১ জন এবং আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১ জন। দামুড়হুদা উপজেলার ৪ জনের মধ্যে ফকিরপাড়ার ১ জন দর্শনা কলেজপাড়ার ২ জন এবং দর্শনার ইসলাম বাজারের ১ জন। এদিকে, এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৭০ জন, সুস্থ হয়েছে ২শ’ ৫০ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ জন।
অপরদিকে, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গতকাল বুধবার পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছে ৪৭ জন ও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৪১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১৪ জন ও হোম কোয়ারেন্টাইনে আছে ৬৮৫ জন।