স্টাফ রিপোর্টার: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপি বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ডের সমাপনি অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার বেলা ২টায় মেলা প্রাঙ্গন ডিসি সাহিত্য মঞ্চে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানী ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
পুরষ্কার বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাসের সময়ে অনলাইনে অনেকেই ক্লাস করেছো। কিন্তু,যাদের বাসায় নেট ছিলোনা ক্লাস করতে পারিনি। দীর্ঘদিন তোমরা ক্লাসে যেতে পারোনি। তবে যারা ঘরে বসে পড়াশোনা করেছো তারা অনেক ভালো করেছো। কিন্তু যারা দীর্ঘ ছুটি পেয়ে পড়াশোনা থেকে দূরে সরে গেছো, সেটা কিন্তু ভালো নয়। ছাত্র জীবনের মূল উদ্দেশ্যেই হলো পড়াশোনা। পরিস্থিতি যেমনই হোক না কেন, পড়াশোনা চালিয়ে যেতে হবে।
আজকে তোমাদের বিভিন্ন প্রতিযোগীতার পুরষ্কারে বই উপহার দেওয়ার কারণই হচ্ছে যাতে তোমরা পড়াশোনার মধ্যে থাকো। সব সময় পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকতে হবে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরো বলেন, তোমরা এখানে যেই প্রজেক্টগুলো নিয়ে এসেছো, তোমাদের মাথা থেকে যেই আইডিয়াগুলো এসছে, সেগুলোকে কিভাবে আরো ভালো করা যায় এবং বাস্তব জীবনে কাজে লাগানো যায়, সেই কাজ তোমাদের করতে হবে। আরো ভালো কিছু আবিষ্কার করতে হবে। অনেক বিজ্ঞানী আছে যারা বার বার ব্যর্থ হওয়া সত্ত্বেও হার মানেনি। শেষ পর্যন্ত তারা সফল হয়েছেন। তাই লেগে থাকতে হবে। সফলতা আসবেই।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার (শিক্ষা ও আইসিটি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ।