স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর কাছ প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানাগেছে আজ রোববার দুপুরে এক রোগী পায়ের চিকিৎসা নেয়ার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যায়।এসময় রোগীর ভাল ডাক্তার দেখিয়ে এবং ঔষধ কিনে দেয়ার নাম করে সাড়ে ৪শ টাকা হাতিয়ে নেয় চুয়াডাঙ্গা সদরের হাটকালুগঞ্জ গ্রামের ফজলুর রহমানের ছেলে প্রতারক দিপু হোসেন। পরে কোন ডাক্তার না দেখিয়ে তাকে সামান্য কিছু ঔষধ দিয়ে বাড়ি চলে যেতে বলে।এসময় রোগী বাকবিতণ্ডা করলে স্থানীয় লোকজন প্রতারক দিপুকে পুলিশের হাতে তুলে দেয়। পরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দিপুকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান।