স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামে জান্নাতুল ফেরদৌস মহিলা মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোর্ডিয়ের এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এতিমদের হাতে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সদর মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন। আরো উপস্থিত ছিলেন এমএম মঞ্জুর হোসেন ,মিজানুর রহমান জোয়ার্দ্দার, জাহিদুর রহমান জোয়ার্দ্দারসহ গ্রামবাসীরা।