স্টাফ রিপোর্টার: এবারও চুয়াডাঙ্গায় অনলাইন হাটের মাধ্যমে কোরবানির পশু বেঁচাকেনা করা হবে। আগ্রহী ক্রেতা বিক্রেতারা কোরবানির পশু অনলাইন হাটের মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘অনলাইন পশুহাট’ চুয়াডাঙ্গা নামের একটি ফেসবুক পেইজ চালু করা হয়েছে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলায় অনলাইন পশুহাট চালুকরণ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ কথা বলেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের সম্বেলন কক্ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন চলছে। পশুহাটে অনেক মানুষের সমাগম হয়। তাতে করোনার সংক্রমণ বৃদ্ধা পেতে পারে। সে কারনে চলমান এ লকডাউনে সকল পশুহাট বন্ধ রাখা হয়েছে। গত বছর অনলাইনের মাধ্যমে কোরবানির পশু বেঁচাকেনা হয়েছিল, যা ব্যাপক সারা পেয়েছিল। সে কারনে এবারও কোরবানির ঈদে অনলাইনের মাধ্যমে কোরবানির পশু কেনাবেঁচা হবে। এবার চুয়াডাঙ্গা জেলায় ৭৫ হাজার কোরবানির গবাদী পশুর চাহিদা হলেও জেলায় ১লাখ ১২ হাজার ৯শ’ ৫৫ টি পশু প্রস্তুত আছে।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এএসইএম শামিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মান্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক ইউনিট চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপিত আজাদ মালিথা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক আকাশ খবর এর সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।