স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য ধর্ম মন্ত্রনালয় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কিছু নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা মেনেই এবারে পালিত হবে দুর্গাৎসব মহালয়ার আয়োজন স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে করতে হবে, সকলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। বেশি সংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক নারী/পুরুষ রাখার ব্যবস্থা করবেন। সামর্থ থাকলে পূজামন্ডপে সার্বক্ষণিক সিসি ক্যামেরা সংযোগ ব্যবস্থা রাখতে হবে। ভক্তিমূলক সংগীত ছাড়া অন্য কোনো গান বাজানো যাবে না। মাইক বা পিএ সেট যেন ব্যবহার করা না হয়। পূজামন্ডপে ‘প্রয়োজনের অতিরিক্ত দীর্ঘ সময়’ কোনো দর্শনার্থী যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিহার করতে হবে। খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গুজবে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিক আইশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা পরিহার করায় ভালো। যথাসম্ভব কম মানুষ রাখতে হবে। প্রত্যেক মন্ডপে একজন ফোকাল পয়েন্ট থাকবে। যার সাথে প্রশাসন বিভিন্ন কাজে যোগাযোগ করবে। প্রতিবছরের ন্যায় এবারও যে সরকারি বরাদ্দ আপনাদের জন্য এসেছে তা দ্রতই দিয়ে দেয়া হবে।
আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকায় এবারে স্থায়ীভাবে কোনো পূজা মন্ডপে পুলিশ থাকবে না। তবে মোবাইল টহল ২৪ ঘন্টা কড়াকড়িভাবেই চলবে। গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে ৬জন আনসার আর সাধারণ মন্ডপে ৪জন আনসার সদস্য থাকবেন। যেকোনো দূর্ঘটনায় জেলা পুলিশ বা ৯৯৯ নাম্বারে কল দিবেন। পুলিশ সকল সময় আপনাদের সাথে থাকবে।
সভায় আরো বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন, প্রশান্ত কুমার অধিকারী, বাসু দেব, কিংকর দে, অমল কুমার বিশ্বাস প্রমুখ।
এ সকল স্বাস্থ্য বিধি মেনে এবার জেলায় মোট ১০৮টি মন্ডপে দুর্গাউৎসব পালিত হবে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদরে- ৩১ টি, আলমডাঙ্গায় ৩২টি, দামুড়হুদায় ২২টি ও জীবননগরে ২৩ টি পূজা মন্ডপে পূজা হবে।