স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনে ঘরে থাকা জনসাধারেণর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য শরীফ হোসেন দুদুর সার্বিক সহযোগীতায় ৫ শতাধীক জনসাধারণের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৫ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া ঠিকানা মোড়ে সংঙ্কিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য অধ্যক্ষ মাহাবুল হোসেন সেলিম। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য ও অনুষ্ঠানের আয়োজক শরীফ হোসেন দুদু, জেলা যুবলীগের সদস্য অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য খাইরুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকি প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক জেলা যুবলীগের সদস্য শরীফ হোসেন দুদু তার বক্তব্যে বলেন, করোনার এই মহামারীর সংক্রমণ ঠেকাতে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়ার কারনে তাদের পরিবার নিয়ে খুবই কষ্টের মাঝে দিনপার করছেন তারা। দিন দিন করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারনে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সেই সাথে অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছে। এই সংকটময় সময়ে আমরা মানুষের মাঝে ফ্রি অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি। কর্মহীন জনসাধারণের মাঝে সামান্য কিছু হলেও খাবার পৌছে দিতে পারছি। এলাকাবাসির উদ্যেশ্য করে তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। আমি সবসময় আপনাদে পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। এই সংকটময় সময়ে আপনাদের যে কোন প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি আমার সাধ্যমতো আপনাদের সেবা দেয়ার চেষ্টা করবো। আলোচনা সভা শেষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমদের করোনা থেকে রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়।
দোয়া অনুষ্ঠান শেষে সুমিরদিয়া এলাকার ৫ শতাধিক জনসাধারণের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা জাহিদ হোসেন,আব্দুল মান্নান মুন্না, জাফর ,ইসরাফিল, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক,সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান বুলবুল,চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা কানন আহমেদ,ইমরোজ হোসেন,আব্দুল খালেক,রাজন আহমেদ,আনজিদ আহমেদ,ফাহিম আহমেদ,রাজু আহমেদ,সজল,মানিক, মিরাজ,মন্ডলসহ আরও অনেকে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *