স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সদর উপাজেলার জালশুকা গ্রামে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। শংকরচন্দ্র ইউনিয়র যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। সে সময় তিনি বলেন, জীবন বাচাঁতে অক্সিজেন প্রয়োজন। গাছ আদাদের সেই অক্সিজেনের জোগান দেয়। সেকারনে আমাদের বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন। এলাকাবাসির উদ্যেশ্য করে তিনি বলেন, আপনাদের বাড়িসহ আশপাশের সেটুকু জায়গা খালি পড়ে আছে সেখানে একটি করে গাছ লাগান। শুধু তাইনা, আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন তাদের পুকুরের ধারে ফাঁকা স্থানে ফলের গাছসহ বিভিন্ন গাছ লাগানোর উদ্যোগ নেন। এ সময় চুয়াডাঙ্গার করোনার ভয়াবহতা সম্পর্কে তিনি বলেন, চুয়াডাঙ্গায় করোনার সংক্রমণ দিন দিন প্রকট আকার ধারন করছে। আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে। তা না হলে আমরা করোনার ভয়াল থাবা থেকে রেহাই পাবোনা। করোনার সংক্রমণ রোধে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বলেন তিনি। পরে তিনি পথচারিদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
সে সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, আরিফ, যুবলীগ নেতা পিরু, মাসুদুর রহমান মাসুম, সহিদুল ইসলাম শেখ সাহি, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরীফ উদ্দিন, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজি আমিরুল ইসলাম কাছেদ, তিতুদহ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাশেদ, নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রহিদুল ইসলাম, যুবলীগ নেতা টুটুল, মোমিন, নোমানসহ আরও অনেকে।