স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ৪ টায় যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও রান্না করা খাবার বিতরনের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ যদি শেখ রাসেল বেঁচে থাকতেন তাহলে তিনিই আজকের বাংলাদেশের হাল ধরতেন। শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করার মাধ্যমে একটি মহল মনে করেছিলো এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলা হবে। কিন্তু তাদের সেই স্বপ্ন পুরন হতে পারেনি। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন বর্তমানে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে পরিতন করতে এদেশের হাল ধরেছেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শরীফ হোসেন দুদু, অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ। আলোচনা সভা শেষে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জাফরপুর স্টেডিয়াম জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা ওমর ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আবুবক্কর সিদ্দিক আরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, বিপ্লব হোসেন, শেখ সাহি, জহুরুল জোয়ার্দ্দার, লিটন, টিপু, রামিম হাসান সৈকত, টুটুল, সুইট, লোকমান, সজল আলীসহ আরও অনেকে। অনুষ্টানের সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাপু। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।