চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ৭ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ’র অঙ্গ-সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়াদ্দার্র টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, দপ্তর সম্পাদক পিপি অ্যাড. আবু তালেব বিশ্বাস, উপ-প্রচার সম্পাদক শওকত আলী, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, রেজাউল করিম, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রত্না, উজ্জল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নহার কাকুলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রোকসানা ছন্দা, যুব মহিলালীগের আহ্বায়ক আফরোজা পারভীন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহ সভাপতি সাহাবুল হোসেন, রীনা খাতুন, সাফিয়া খাতুনসহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এদিকে, জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসি পালন করা হয়। সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নেতৃত্বে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিতৃতিতে পূস্পস্তবক অর্পণ করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাঊেশ কমান্ডার নুরুল ইসলাম মালিক ও আবু হোসেনেরর নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দরা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করেন। পূস্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর পরিষদ, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আফজালুল হকের নেতৃত্বে জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ, পূস্পস্তবক অর্পণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ, আনসার ও ভিডিপি, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা, এলজিউডি, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দদের নেতৃত্বে জেলা যুবলীগের নেতর্ৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ শেষে যুবলীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, আজাদ আলী, সাজেদুল ইসলাম লাভলু, আবুবক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা, কৃষকলীগ নেতা মহসিন রেজা, যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ সাহি, মাসুদুর রহমান মাসুম, জুয়েল জোয়ার্দ্দার, বিপ্লব হোসেন, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, টুটুল, দিপু বিশ্বাস, আলিহিম, জাকির, হিরা, সোহাগ,সৈরভসহ আরও অনেকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টিটিসি, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা স্বাস্থ্যবিভাগ, বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্যবিভাগ চুয়াডাঙ্গা, বাংলাদেশ কৃষি ইন্সটিটিউট চুয়াডাঙ্গা, বিএডিসি, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা মৎস্য অফিস, রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা, ফায়ার সার্ভিস চুয়াডাঙ্গা।
অপরদিকে, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ৪ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ। জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দও অনিক, সহ সভাপতি সাহাবুল হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. বেলাল হোসেন পিপি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকুলি, যুব মহিলালীগের আহ্বায়ক আফরোজা পারভীন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দাসহ পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সকল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।