স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে অনলাইন প্লাটফর্মে জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নমূলক কোনো কাজ থেমে নেই। আমরা ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে সকল প্রকার কাজ করে চলেছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমতে শুরু করেছে। চুয়াডাঙ্গায় এ্যাক্টিক কেসের সংখ্যা অনেক কম। কোনো কোনো দিন তো একজনও আক্রান্ত হচ্ছেনা, এমন রিপোর্টও পাওয়া যাচ্ছে। সামনে শীতে যাতে সংক্রমণ বাড়তে না পারে, সেজন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি। এখন শক্ত হয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হবে।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরো বলেন, গত কয়েকমাসে চুয়াডাঙ্গার অনান্য সকল কাজ স্বাভাবিক আছে। আমরা চাই জেলার প্রত্যেকটি মানুষ সরকারি প্রত্যেকটি সেবা যেন সহজেই পাই। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সাধারণ মানুষের সরকারি সেবা পেতে দুভোর্গ পোহাতে না হয়।
জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে সভায় যুক্ত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এছাড়াও নিজ নিজ কার্যালয় থেকে জুম অ্যাপে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যুক্ত ছিলেন কমিটির সদস্যরা।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান প্রমুখ।