স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আজিজুল হক নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযাতে তার বাড়ি থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সাজাপ্রাপ্ত আজিজুল হক (৩০) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি পিরপাড়ার সাবেদ মন্ডলের ছেলে। গতকালই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল গোপণ সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারি উপ পরিদর্শক আকবর হোসেনসহ সঙ্গীয় ফোর্স হাজরাহাটি গ্রামের আজিজুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় আজিজুল হককে ২৫ গ্রাম গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে আজিজুল হককে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গতকালই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারি ছিলেন আব্দুল লতিফ।