স্টাফ রিপোর্টার:গতকাল সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা এ্যাসোসিয়েশন হল (সাহিত্য পরিষদ এর পাশ্বে) ভাসানী অনুসারী পরিষদ এর আয়োজনে চুয়াডাঙ্গা জেলা শাখা ভাসানী অনুসারী পরিষদ এর আহবায়ক লিটু বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা মহকুমা ভাসানী ন্যাপের সাবেক সভাপতি আবুল হাসান বিশ্বাস রাংগা মিয়া (উথলী,) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক সময়ের সমীকরন এর প্রকাশক ও সম্পাদক মোঃশরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি চুয়াডাঙ্গা মহকুমা ভাসানী ন্যাপ এ্যাডভোকট মোঃকামরুল আরিফিন, সিপিবি জেলা শাখার সম্পাদক মোঃলূংফর রহমান , বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (মার্কস বাদী) চুয়াডাঙ্গা জেলা শাখার সম্পাদক আলাউদ্দীন ওমর , আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থী মোঃসিরাজুল ইসলাম মনি , মোঃহাবিবুর রহমান মংলা, প্রফেসার হেলাল উদ্দীন, মোঃসাইদুর রহমান , মোঃমতিউর রহমান , মনিরুজ্জামান লিপটন , সাইদুর, মোঃসেলিমুল হাবিব সেলিম, আবুল কালাম আজাদ, জাহেদ মোহাম্মদ রাজিব খান।