চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির কারাদণ্ড
স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গায় মাদকসেবি স্বাধীন মন্ডলকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল রোববার  বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শহরতলীর দৌলতদিয়াড় থেকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত স্বাধীন মন্ডল (৫৫) চুয়াডাঙ্গা জেলা শহরের গোরস্থান পাড়ার মৃত নজির মন্ডলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ৪ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতদিয়াড়ে অভিযান চালায়।  এসময় দৌলতদিয়াড় রাস্তার উপর থেকে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
গতকালই সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *