স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নুরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীর কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ মাসের সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত হজরত আলীর ছেলে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারি উপ পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নুরুল ইসলামকে ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গতকালই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারি ছিলেন আব্দুল লতিফ।