স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ফয়সাল নামের এক মাদকসেবীকে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গা জেলা শহরের কানাপুকুরপাড়ার স মিলের পিছন থেকে আটকের পর তাকে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ফয়সাল (২০) চুয়াডাঙ্গা জেলা শহরের বাগানপাড়ার জুলমত রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারি উপ পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্নস্থানে মাদকবিরোধি অভিযান চালায়। এ সময় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের কানাপুকুরের নিকট স মিলের পিছন থেকে মাদকসেবী ফয়সালকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফয়সালকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গতকালই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারি ছিলেন আব্দুল লতিফ।