স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চুয়াডাঙ্গায় একশ ব্লাক বেঙ্গল গোট ছাগলের খামার করা হবে। আগ্রহী উদ্যোক্তাদের মাঝে ঋণ প্রদানসহ সহযোগীতা করা হবে বিভিন্ন বিষয়ে। গতকাল সোমবার বিকাল চারটায় এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মুজিববর্ষে অনেক পরিকল্পনা ছিলো আমাদের। কিন্তু করোনাভাইরাসের জন্য ক্যালেন্ডার ধরে তেমন কিছুই করা হয়ে ওঠেনি। আমাদের জেলার ব্রান্ডিং ব্লাব বেঙ্গল গোট। এই ব্লাক বেঙ্গল গোটকে টিকিয়ে রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন একশটি খামার তৈরির। চার উপজেলায় ২৫টি করে একশটি খামার করা হবে। আগ্রহী উদ্যোক্তাদের ঋণ প্রদানে সহযোগীতা করা বিভিন্ন বিষয়ে সহযোগী করা হবে। তবে ইচ্ছা হলো, আর খামার করতে চলে আসলাম, ঋণ নিলাম। কিন্তু কিছুই করলাম না, তা কিন্তু হবে না। প্রকৃত আগ্রহী যারা, তাঁদেরকেই ঋণ প্রদানে সহযোগীতা করা হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকতার্ ডা. গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এ.এইচ. এম. শামিমুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *