ষ্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় কৃষকের বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯ টায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ফুলের ফিতে কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি কৃষক কর্তৃক সরাসরী বাজারজাতকৃত কাঁচা বাজার পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সকলকে কৃষকের বাজার থেকে সরসরী বিষমুক্ত খাবার সংগ্রহ করার আহ্বান জানান।
সে সময় তিনি বলেন, সাধারণ মানুষ যাতে কিটনাশকমুক্ত তরকারী সহজে পেতে পারেন সে জন্য আমরা এ ধরনের ব্যবস্থা করেছি। সপ্তাহে দু’দিন সোমবার ও শুক্রবার চুয়াডাঙ্গার বড়বাজারের নিচের বাজারে সরাসরী কৃষকরা তাদের মাঠ থেকে বিষমুক্ত সবজি বাজারে নিয়ে আসবে। শুধু তাইনা, এখানে বাজার মূল্যের চেয়ে অনেক কমদামে কাঁচা তরকারি ক্রয় করা যাবে।
সে সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আলী হাসান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুফি রফিকুজ্জামান, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আলী হাসান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীন রাব্বি, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি আব্দুল কাদের যোগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাউসার, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেনসহ আরও অনেকে।