স্টাফ রিপোর্টার: ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ এই প্রতিপাদ্য বিষয়টিকে ধারন করে চুয়াডাঙ্গায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে গিয়ে সমাপ্তি হয়। পরে সিভিল সার্জন অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্বেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েসন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়ার সার্জারী কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল ডা. সাজিদ হাসান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়ার স্টাফ নার্স ইভা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. আসাদুর রহমান মালিক খোকনসহ সদর হাসপাতালের অন্যান্য কর্মকর্তা।