স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ৭ টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও শ্রমিকলীগের দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্তি হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়ার রিয়াজুর ইসলাম জোয়ার্দ্দার টোটন। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ সভাপতি আব্দুল মাজিদ, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শিমুল, রেলওয়ে শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএডিসির সিবিএ’র সভাপিত মুনতাজ আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বিএডিসির কেন্দ্রীয় কমিটির সদস্য নিজাম আলী, বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পদক নজরুল ইসলাম কেতু, মৎস্যজিবী শ্রমিকলীগের সভাপতি সাইদুর শেখ, সাধারণ সম্পাদক লিপন, চুয়াডাঙ্গা মাইক্রোস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি টোকন, সাধারণ সম্পাদক মিল্টু জোয়ার্দ্দারসহ শ্রমীকলীগের অন্যান্য নের্তৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা আব্দুল কাদের। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।