চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে সুমন নামের একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের তেইপুর গ্রামের একটি মাঠের ভিতর এ ঘটনা ঘটে। আহত সুমন হোসেন (২৭) তেইপুর মাঠপাড়ার মৃত মনিহার হোসেনের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
হাসপাতালে আহত সুমনের শয্যাপাশে থাকা তার পরিবারের অন্যান্য সদস্যরা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সন্ধায় পার্শ্ববর্তী গ্রাম ইব্রাহীমপুর যাচ্ছিল সুমন। এ সময় তেইপুর মাঠের ভিতর তাকে একা পেয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশি মনুর ছেলে রবিউল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।