স্টাফ রিপোর্টার: ‘করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’ এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ৩দিন ব্যাপী পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক দিপক কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পার পরিবার পরিকল্পনা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। পরিবার পরিকল্পা ব্যবস্থা উন্নতি হওয়ার কারনে বর্তমানে আমাদের দেশে জন্মের হার অনেক কমে গেছে। তিনি আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরিনসহ জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।