স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ‘‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর” বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তেব্য তিনি বলেন, বাইরের কোনো মানুষ একটা জেলার বিচার করে, সেই জেলা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতাকে দিয়ে। দেখতে সুন্দর হলে, সবাই সেই জেলাকে সুন্দর ভাবে। তাই এই শহরটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতিনিয়তই করতে হবে। আমাদের নিজ উদ্যোগে আসে-পাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি বলেন, অতিদ্রুতই চুয়াডাঙ্গা শহরকে পরিচ্ছন্ন শহর ঘোষনা করা হবে। ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়েও পরিচ্ছন্ন কার্যক্রম চলবে। এ জেলাকে যেন বাইরের মানুষ পরিচ্ছন্ন জেলা হিসেবে চিনে, সেই কাজটি আমাদের করতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, শিবানী সরকার, পপি খাতুন, সুরাইয়া মমতাজ, জান্নাতুল ফেরদৌস, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন প্রমুখ।