স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পলিথিন গুদামে অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ পলিথিন জব্দ ও গুদাম মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা শহরের বড়বাজার এলাকায় একটি বাড়ির নিচতলায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।
জানাগেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ির গ্রাউন্ড ফ্লোরের নিচ তলায় থাকা গুদামে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে চুয়াডাঙ্গা বাগান পাড়ার আব্দুল গনির ছেলে খালেক এন্ড ব্রাদার্সের সত্বাধিকারী আব্দুল মালেকের মালিকানাধীন ওই গুদামে জব্দ করা হয় প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের নিষিদ্ধ পলিথিন। ভ্রাম্যমান আদালত গুদামটি সিলগালা করে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) ও ১৫ (১) এর ৪ (খ) তে ৫০ হাজার টাকা জরিমানা করে।