স্টাফ রিপোটারঃ চুয়াডাঙ্গায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজনে ব্র্যাক’র সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার মিটিং রুমে মতবিনিময় সভায় ব্র্যাক চুয়াডাঙ্গা জেলা কর্মকর্তা ফারুক আহম্মেদরে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সোহেল আহম্মেদ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচাল কমো: বিল্লাল হোসেন । শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) নির্বাহী পরিচালক শহিদুলই সলাম প্রমুখ। আরও বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, নারী সংগঠক লাইলা শিরিন, চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের সহকারি প্রধান শিক্ষক সেলিনা খাতুন, সাংবাদিক মেহেরাব্বিন সানভী, প্রকল্প উপস্থাপন করেন ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগীয় ব্যবস্থাপক সেলিম মোল্লা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রেড’র সমন্বয়কারী আসাদুজ্জামান। বক্তরা জেন্ডারভিত্তিক ন্যায়বিচারের প্রচার, পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণে বিভিন্ন মতামত তুলে ধরেন।
এদিকে, বেলা ৩ টায় একই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় ব্রেড’র নির্বাহী পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক আবু তালেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *