স্টাফ রিপোর্টার:’বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে চুয়াডাঙ্গা সমবায় কার্যালয়ের সামনে থেকে বাদ্যযন্ত্রের তালে একটি বর্ণাঢ্য সোভাযাত্র বের করা হয়। সোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে সমাপ্তি হয়। বেলা ১১ টায় সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সমবায় কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গার সভাপতি অ্যাড. সামশুজ্জোহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি সুখি সমৃদ্ধ ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার। আজ বঙ্গবন্ধু নেই, তারই সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে পূরন করতে নিরলশ ভাবে কাজ করে চলেছেন। সবাইকে একসাথে মিলে মিশে কাজ করলেই সেই স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব। আমরা তখনই সেরা হতে পারবো যখন আমরা সমবায়ের মাধ্যমে একসাথে কাজ করতে পারবো। আমাদের দেশে শুধু পুরুষরাই কাজ করলে চলবে না। নারী-পুরুষ সমান তালে একইভাবে কাজ করে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা জেলা অত্যন্ত সমৃদ্ধশালী একটা জেলা। এখানকার মানুষগুলোর আন্তরিকতা ও পরিশ্রমের কোন ঘাটতি নেই। সমবায়ের মাধ্যমে ঋন নিয়ে অনেক কিছু করা সম্ভব। সকলে মিলে একতা ও সততা এবং নিজেদের মধ্যে একাত্বতা নিয়ে কাজ করলে জীবনে উন্নতি করা সম্ভব।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান (গরীব রুহানী মাসুম), জেলা সমবায় কর্মকর্তা মৃনাল কান্তি মল্লিক প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তালতলা মুক্তিযোদ্ধা বহুমুখি সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার শেখ, জয়-বিজয় মহিলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি আফরোজা পারভীন, মাউফ যুব সমবায় সমিতির কোষাধ্যক্ষ সাফায়েতুল ইসলাম মিলন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিএমএ পিএস’র সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা সমবায় অফিসার কাজী বাবুল হোসেনসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে সমবায় সমিতি ক্যাটাগরিতে ৫ জনকে চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তা কর্তৃক বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পরে জেলা সমবায় কর্মকর্তার পক্ষ থেকে অতিথিবৃন্দদের সম্মাননা পুরস্কর প্রদান করা হয়।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এইচ এম শাহরিয়ার শরীফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *