স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সুস্থ্যতা যেমন বেড়েছে শনাক্তের সংখ্যা তেমনই কমেছে। সামনে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে বিশেষজ্ঞাদের ধারনা। বিশেষজ্ঞরা মনে করছেন শীত বেড়ে যাওয়ার সাথে সাথে করোনায় আক্রান্তের সংখ্যাও বাড়তে পারে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় ৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল রাতে চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে নতুন আক্রান্তদের মধ্যে ৮ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ১ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৪শ’ ৭৬ জন। গতকাল ২ জন সুস্থ্যসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩শ’ ৬১ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৩৮ জন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলা থেকে কোন নমুনা সংগ্রহ করা হয়নি। গতকাল রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মোট ৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। যার মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৮ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ১ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৪শ’ ৭৬ জন। গতকাল ২ জন সুস্থ্যসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩শ’ ৬১ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৩৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন পারুষ ও ৩ জন নারী এবং তাদের বয়স ২১ থেকে ৭০ বছরের মধ্যে। মোট আক্রান্তদের মধ্যে বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছে ১৫ জন, হোম আইসোলেশনে আছে ৬২ জন।