চুয়াডাঙ্গায় নতুন করে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল সোমবার সন্ধায় স্বাস্থ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। আক্রান্তদের মধ্যে সবাই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৭শ’ ৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ হাজার ৬শ’ ২৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৫৩ জন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা থেকে কোন নমুনা সংগ্রহ করা হয়নি। গতকাল সন্ধায় ১৫ জনের নমুনা সংগ্রহের ফলাফল এসেছে যার মধ্যে ৫ জন পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে ৫ জনই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৭শ’ ৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ হাজার ৬শ’ ২৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৫৩ জন।
এদিকে, বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছে ১৩ জন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৬৯ জন।