চুয়াডাঙ্গায় দিনব্যাপি কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ফুল বিপণন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ফুলের গুনগত উৎপাদন, গ্রঙহত্তর ব্যবস্থাপনা এবং বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা কৃষি বিপণন কর্মকর্তার কার্যলয়ে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাকা কৃষি বিপণন অধিদপ্তরের প্রকল্প পরিচালক দেওয়ান আসরাফুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালন (যুগ্মসচিব) কাজী আবুল কালাম। চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান প্রমুখ।
চুয়াডাঙ্গায় প্রতিবছরই বৃদ্ধি পচ্ছে ফুলের আবাদ। তবে ‘ বাজার অবকাঠামো, সংরক্ষণ ও পরিবহন সুবিধা না থাকায় চাষিরা এ আবাদে তেমন লাভের মুখ দেখতে পাচ্ছে না। এ কারনে চাষিরা ফুল চাষে নিরুৎসাহিত হচ্ছিল। তাই ফুল বিপণন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে কৃষকদের ফুল উৎপাদন থেকে শুরু করে ফুল বিপণন পর্যন্ত সময়কালীন সামগ্রিক বিষয়ে ধারনা দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলার ৩০ জন ফুলচাষী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *