স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৩দিন ব্যাপি ডাউন সিনন্ড্রোম প্রতিবন্ধী ব্যাক্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। নেদারল্যান্ডের ডিআরআরএ ও এসএলএফ’র সহযোগীতায় গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালন বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. আবুল হোসন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারি সাইদুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংস্থার সহ সমন্বয়কারি আসাদুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান ও ভাই। তারাও যে আমাদের সমাজের একজন সদস্য সেটা মনে করতে হবে। প্রতিবন্ধী ব্যাক্তিরা কিভাবে ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা, ওষুধ ও সব ধরনের পরীক্ষাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *