চুয়াডাঙ্গায় ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টএ প্রতিযোগিতা পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্টিত
স্টাফ রিপোটার: ডাউন সিনড্রম শিশুরা সমাজের বোঝা নয়, তাদেরও আছে হেসে খেলে বাচাঁর অধিকার, সাংন্কৃতিক বিকাশের অধিকার এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সকাল ১০ টার সময় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ডিআরআরএ সহযোগিতায় এল এফ নেদারল্যান্ডস এর অর্থায়নে ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টএ প্রতিযোগিতা পুরস্কার বিতরনী ও আলোচনা সভা সংস্থার হলরুমে অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন এর ডেপুটি ম্যানেজার শেখ আজিজুর রহমান। যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কোঅডিনেটর নাজমুল কবির। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ নুর আলম আকাশ । স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সমন্বয়কারী সাইদুর ররহমান। উপাস্থাপন করেন সংস্থার সহ-সমন্বয়কারী আসাদুজ্জামান। সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার মহিবুল হাবিব।