চুয়াডাঙ্গায় জনঅবহিতকরণ সভায় তথ্য কমিশনের পরিচালক আব্দুল হাকিম
তথ্য অধিকার আইন সকল শ্রেনীর মানুষের জানার অধিকার রয়েছে
স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) ড. মো. আব্দুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ দেশের জনগণের আইন। জনগণ এর প্রয়োগের ক্ষমতা রাখেন। তথ্য অধিকার আইন চালু হওয়ায় নাগরিকের তথ্য জানার অধিকার হয়েছে। তারা যেকোনো দপ্তরে কর্তৃপক্ষের কাছে নির্ধারিত ফরমে আবেদন করে তথ্য জানতে পারবেন। তথ্য না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন সকল শ্রেনীর মানুষের জানার অধিকার রয়েছে। মানুষ যে কোন তথ্য জানতে চাইলে নিয়মনুযায়ী তাকে তথ্য দিতে হবে। মানুষের যে জানার অধিকার রয়েছে, সে সম্পর্কে মানুষকে জানাতে হবে। জনগন নিয়মনুযায়ী তা জানতে পারবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাক-স্বধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি প্রমুখ।