স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চাকরীরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬জন মৃত্যুবরণকারী কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের উপস্থাপনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার নেজরাত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *