স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের ভিমরুল্লাহ টিটিসিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলায় প্রথমবারের মতো ইভিএম’র মাধ্যমে আগামী ২০ অক্টোবর এ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠত হবে।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস ও রিটানিং কর্মকর্তা কামরুল হাসান প্রশিক্ষণ প্রদান করেন।
গড়াইটুপি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৭৪ জন। চেয়ারম্যান পদে ৫ জন , সংরক্ষিত সদস্য পদে ৭জন এবং সাধারণ সদস্য পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, জেলায় প্রথমবারের মতো গড়াইটুপি ইউনিয়নে ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিত হবে। এজন্য ভোটারদের আগামীকাল শনিবার প্রশিক্ষণ দেয়া হবে।