স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় কৃষকলীগের মহাসীন ও ছাত্রলীগের রিগানকে কুপিয়ে জখম মামলার প্রধান আসামী শাকিল আহামেদ জিম (২৫) ও তার সহযোগি ইনসান আলীকে (২৪) দুটি ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোররাতে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জিম চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার নাজিম উদ্দিনের ছেলে এবং ইনসান একই পাড়ার মিন্টু রহমানের ছেলে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, ‘আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ জেলা শহরে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। বাংলাদেশ পুলিশ এ ধরণের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সদা প্রস্তুত।’
প্রসঙ্গত, গত ১ নভেম্বর রাতে দুর্বৃত্তরা শহরের মাঝেরপাড়ার বাসিন্দা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান ও কৃষকলীগ নেতা মহসীন রেজাকে সদর হাসপাতাল চত্বরে কুপিয়ে জখম করে। আহত মহসীন রেজা ওই ঘটনায় জিমকে প্রধান আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *