স্টাফ রিপোর্টারঃচুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ৬ হাজার ১০৩। এদিকে গত এক দিনে জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত জেলায় ২১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৪ দশমিক ৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১৯, জীবননগরে ১৪, দামুড়হুদায় ১১ ও আলমডাঙ্গায় ৮ জন শনাক্ত হয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রথম ১ হাজার রোগী শনাক্ত হতে সময় লেগেছিল ১৫১ দিন। পরের ১ হাজার শনাক্ত হয়েছিল ২৯০ দিনে। এরপর তৃতীয় ১ হাজার ২৪ দিনে, চতুর্থ ১ হাজার ১০ দিনে, পঞ্চম ১ হাজার ৮ দিনে এবং সর্বশেষ ১ হাজার রোগী শনাক্ত হয়েছেন ১৭ দিনে।
এর মধ্যে গত ২৭ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত মাত্র ৩৫ দিনে মোট আক্রান্তের ৫০ শতাংশ, অর্থাৎ ৩ হাজার রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলায় এ পর্যন্ত মোট ১৮০ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ৩২ দিনেই ৯০ জন মারা গেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের রোগনিয়ন্ত্রণ বিভাগ থেকে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ২২ হাজার ৭২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২২ হাজার ৪৩৪ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৬ হাজার ১০৩। তাঁদের মধ্যে ৪ হাজার ১০৬ জন সুস্থ হয়েছেন।
এদিকে বর্তমানে মোট ৮৫ জন করোনায় আক্রান্ত রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতাল–সংলগ্ন করোনা ডেডিকেটেড হাসপাতাল ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ছাড়া ১ হাজার ৭৩০ জন বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
গত বছরের ১৯ মার্চ জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। একই বছরের ৩০ এপ্রিল সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *