স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর , ৫ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১০ পিছ সি প্যাপ মাস্ক প্রদান করেছে আর্থ মুভিং সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মুজিবুল হক। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরামের কাছে এসব মালামাল বুঝিয়ে দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া আফরীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, আর্থ মুভিং সলিউশন লিমিটেডের পরিচালক কামরুল হাসান কপোত, হেড অব ব্র্যান্ডিং তাসবির আহমেদ অনিক, এক্সিকিউটিভ সোহানুর রহমান সোহান ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মহামারী করোনার বিপদের সময় আর্থ মুভিং সলিউশন লিমিটেড চুয়াডাঙ্গাবাসীর পাশে দাঁড়িয়েছেন। এজন্য তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এগুলো সদর হাসপাতালে করেনা রোগীদের চিকিৎসায় কাজে লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *