চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতিতে ভ্রাম্যমাণ সবজি ভ্যান কার্যক্রমের উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গায় করোনাভাইরাস পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির জন্য ভ্রাম্যমাণ সবজি ভ্যান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। মানুষের দোর গোড়ায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার লক্ষ্যে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে মানুষের বাইরে আসার প্রবণতা কমবে বলে জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম , কাঁচাবাজার দোকান মালিক সমিতির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সর্বাত্মক লকডাউনে মানুষের দোঁড়গোড়ায় সবজি জাতীয় খাদ্য পৌঁছি দিতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। তাঁরা যদি কমলাভে সবজি জাতীয় খাদ্য পৌঁছিয়ে দিতে পারে তাহলে মানুষকে ঘরের বাইরে আসতে হবে না। এ কর্মসূচির সফলতা কামনা কামনা করছি।