স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে বাবুল হোসেন নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত বাবুল হোসেন (৩৭) চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ক্যাম্পপাড়ার ছানোয়ার হোসেনের ছেলে এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদর উপজেলার অফিস সহায়ক। বাবুল হোসেনের মৃত্যু নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. আবুল হোসেন বলেন, রোববার সন্ধায় শ্বাসকষ্ট, জ্বর ও বাশি নিয়ে বাবুল হোসেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। মৃতব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই তার দাফনকার্য সম্পন্ন করা হবে বলে জানান।
এদিকে চুয়াডাঙ্গায় নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে নতুন আক্রান্ত ব্যাক্তি চুয়াডাঙ্গা সদর উপজেলার ২ জন, দামুড়হুদা উপজেলার ৩ জন এবং জীবননগর উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৬শ’ ৪ জন। গতকাল ৪ জনসহ মোট সুস্থ হয়েছে ১ হাজার ৫শ’ ১১ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৪১ জন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলা থেকে ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মোট ২০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। যার মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২ জন, দামুড়হুদা উপজেলার ৩ জন এবং জীবননগর উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৬শ’ ৪ জন। গতকাল ৪ জনসহ মোট সুস্থ হয়েছে ১ হাজার ৫শ’ ১১ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৪১ জন। মোট আক্রান্তদের মধ্যে বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছে ৬ জন, হোম আইসোলেশনে আছে ৪৬ জন।