চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি:নতুন শনাক্ত ৫১ জন
★সদর উপজেলার ১৩,আলমডাঙ্গার ১, দামুড়হুদার ৩৭ জন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সদর উপজেলা প্রশাসনসহ, রাজনৈতিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সচেততনামুলক কাজ করলেও সাধারণ মানুষের ভিতর করোনার ভয় নেই। বিশেষ করে হাট-বাজার এবং গ্রামাঞ্চলের মানুষের মাঝে করোনার ভীতি কখনোই লক্ষ্য করা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি না মানায় চুয়াডাঙ্গা জেলায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় নতুন করে ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৩ জন, দামুড়হুদা উপজেলার ৩৭ জন এবং আলমডাঙ্গা উপজেলার ১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার স্বাস্থ্যবিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ৫১ জন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার ৪ উপজেলা থেকে ৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৩শ’ ৫৮ জনের। গতকাল ফলাফল এসেছে ১৮৮ জনের। তার মধ্যে ৫১ জনের করোনা পজেটিভ। আক্রন্তরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৩ জন, আলমডাঙ্গা উপজেলার ১ জন এবং দামুড়হুদা উপজেলার ৩৭ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ৫১ জন। সুস্থ্য হয়েছে ১ হাজার ৮শ’ ২০ জন এবং মৃত্যুবরণ করেছে ৬৮ জন। তিনি আরও জানান, বর্তমানে মোট আক্রান্ত আছে ১৬৩ জন। যার মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ২৪ জন ও হোম আইসোলেশনে আছে ১৩৫ জন এবং রেফার আছে ৪ জন।