করোনাভাইরাস থেকে বাঁচতে হলে সকলকে সচেতন হতে হবে
স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত চুয়াডাঙ্গা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকলকে করোনাভাইরাস থেকে বাঁচতে হলে সচেতন হতে হবে। আসেপাশের মানুষকে সচেতন করতে হবে। শহরে প্রতিনিয়তই সংক্রমণের সংখ্যা বাড়ছে। প্রত্যেককে কাজ করতে হবে। আসলে মুখে অনেকেই কথা বলে, কিন্তু কাজ করেনা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, চুয়াডাঙ্গা পৌরসভায় দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। পৌরসভায় যাতে করোনাভাইরাসের প্রর্দুভাব আর বেশি বৃদ্ধি না হয়, সেজন্য আমি প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে কমিটি করে দিয়েছি। এই কমিটিকে কাজ করতে সঠিকভাবে। দায়িত্ব নিয়েই প্রত্যেকটা কাজ সম্পাদন করতে হবে। তিনি বলেন, যদি কেউ বাড়িতে আইসোলেশনের নিয়ম না মানে, তবে তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড অনেক সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ভবন। থাকার কোনো সমস্যা নেই। সেখানে করোনা আক্রান্তদের বুঝিয়ে আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চেীধুরী জিপু, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও চুয়ডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, নিউ মার্কেট দোকান মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সুমন খান, জেলা মৎস্য আড়ৎ মালিক সমিতির নেতা ওহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রিন্স প্লাজা দোকান মালিক সমিতির নেতা আহসান খান, বাদশা প্রমুখ।