স্টাফ রপিোর্টার:চুয়াডাঙ্গায় ই-ফাইলিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালভাবে প্রধান অতিথি হিসেবে জুম অ্যাপে যুক্ত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আব্দুল মান্নান পিএএ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়ার সূত্র ধরেই আজ ই-ফাইলিং উদ্যোগ। জনগণ ও সরকারের সার্বক্ষণিক যোগাযোগের সুযোগ তৈরি করবে এটি। ফাইলের স্তুপ নিয়ে আর ঘোরা লাগবে না। সরকারের সঙ্গে সাধারণ জনগনের দূরত্বও কমাবে এটি। ‘ই-ফাইলিং ব্যবস্থায় বিদ্যুৎ, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, ব্যাকআপ বা সংরক্ষণের ব্যবস্থা লাগবে, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য না হারায়’।
প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ জনবল। তাই এ প্রশিক্ষণ। নিজেদের দক্ষ করে তুলবেন আপনারা।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ, হাবিবুর রহমান প্রমুখ।