ষ্টাফ রিপোর্টার : সামাজিক দুরত্ব বজায় রেখে চুয়াডাঙ্গায় ইয়ামাহা মোটর সাইকেলের শো-রুর মেসার্স দিপু এন্টারপ্রাইজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে এ শোরুমের উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে ফিতে কেটে ইয়ামাহ মোটরসাইকেলের শো-রুম মেসার্স দিপু এন্টারপ্রাইজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কেক কাটেন এবং সংক্ষিপ্ত রাখেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
এ সময় তিনি শো-রুমের সকলের উদ্দেশ্যে বলেন, একটা প্রতিষ্ঠান চালাতে হলে সবার আগে প্রয়োজন ক্রেতাদের সাথে সু-সম্পর্ক তৈরী করা। বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানে মেয়েদেরকে দ্বায়িত্ব দেয়া হয়। কারণ তারা অতি আন্তরিকতার সাথে কাজ করতে পছন্দ করেন। ব্যবহারের উপরেই বিক্রি নির্ভর করে। এ সময় প্রতিষ্ঠানের উন্নতি এবং ভালো প্রতিষ্ঠানে রুপান্তরিত হওয়ার আশা ব্যাক্ত করেন তিনি।
করোনার সংক্রমণ রোধে তিনি বলেন, আমাদের জেলায় যেভাবে করোনার প্রদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের সাবধানতা অবলম্বন করা ছাড়া আর কিছুই করার নেই। করোনা থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলেই আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। শুধু মাস্ক ব্যবহার করলেই হবে না। বাইরে থেকে বাড়ীতে গেলে পরিবারের সাথেও দুরত্ব বজায় রেখে চলা উচিত। কারণ, করোনা এখন আর আগের মতো অবস্থানে নেই। করোনাভাইরাস দিন দিন আরও ভয়াবহ রুপ ধারণ করছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মেসার্স দিপু এন্টারপ্রাইজের চেয়ারম্যান শামসুল আলম দিপু ও ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম, ব্যবসায়ী আবুল কালামসহ আরও অনেকে।