স্টাফ রিপোর্টার: ‘দুর্যোগ ঝুকিহ্রাসে প্রশাসন, নিশ্চিত করবে টেকশই উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সম্বেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল হান্নান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি তার বক্তব্যে বলেন, আগে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অনেক প্রাণহানির ঘটনা ঘটতো। বর্তমান সরকারের প্রচেষ্ঠায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা অনেক এগিয়ে। সে কারনে এখন আর আগের মতো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেনা। খাদ্য, ওষুধের আগাম প্রস্তুতি থাকার কারনে দুর্যোগপূর্ণ এলাকায় সেগুলো সময়মতো পৌছে দেয়া সম্ভব হচ্ছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক আব্দুস সালাম, উপজেলা ত্রাণ ও পূনবার্সন কর্মকর্তা খায়রুল আলম, ব্র্যাক’র সমন্বয়ক ফারুক আহম্মেদ, বাংলাদেশ রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য সহিদুল ইসলাম সাহান প্রমুখ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, এনডিসি আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা সমবায় অফিসার মৃনাল কান্তি মল্লিক, জেলা শিক্ষা অফিসার বিলাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *