স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের বায়োমেট্রিক রেজিষ্ট্রেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইমলাম সরকার। চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন খোকন বায়োমেট্রিক রেজিষ্ট্রেশনের মাধ্যমে বায়োমেট্রিক রেজিষ্টেশনের শুভ উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি নিজে সেখানে হাজির হয়ে তার আগ্নেয়াস্ত্রেও লাইসেন্সের বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন করেন। প্রথম দিন মোট ৫৩ জন তাদের আগ্নেয়াস্ত্রের বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী আদালতে বায়োমেট্রিক এ রেজিষ্টেশনের কার্যক্রম চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বেলা ৫ টা পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিনসহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।